চারিদিকে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনায়  
সকলেই হা-হুতাশ করে ওঠে,
অপরপক্ষে, কিছু লোক দুঃখ পায়, ভোগে দুর্দশায়
কিছু আবার আনন্দ পায়, সমাজ-নীতি করে।  
ঘটনা বা দুর্ঘটনার জন্য যে দায়ী
তাকে বিচার করে শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়ে
উদ্দেশ্য, সমাজকে, পরিবেশকে সুস্থ রাখা।
অবিচার, ব্যভিচার, কঠিনতম অপরাধে যুক্তরা
ঘুরে বেড়ায় পুষ্পে ঘেরা নন্দন কাননে,
মানুষের চোখের জলে ভাসে ধরাতল
তবু টনক নড়ে না তাদের
যারা পারে সমাধান করতে, পারে দিগ-দর্শন দেখাতে।
তাই, মানুষ পথে নামে প্রতিবাদে
ন্যায় বিচারের আশায়,
প্রজারা মরে আত্মাভিমানের দাবানলে
দোষীরা তবু পায় না সাজা,
যার বিরুদ্ধে উত্তাল হয় আন্দোলন
তাকেই উপহার দেওয়া হয় নন্দন কানন।
প্রকৃতপক্ষে, সকলের প্রত্যাশা তাই আজ
গড়ে উঠুক মেঘমুক্ত সোনালী রোদ্দুরে ঘেরা সমাজ।।
                              ***