জ্ঞানের আলো দীপ্ত করতে
বইয়ের জুড়ি মেলা ভার,
অক্ষরের সাথে অক্ষর জুড়ে অনন্য শব্দমালায়
গেঁথে দেয় ইতিহাস ও সমাজ-জীবনের চিত্রনাট্যের উপহার ।
জীবন শুরুর প্রারম্ভে হয় প্রথম পরিচয়
ক্রমোন্নতির ধাপে ধাপে হয় সুন্দর পরিধির বিকাশ,
একের সাথে অপরের যোগসূত্রের পরম মাধ্যম
এনে দেয় বিনয়, চেতনা, ভাবনার বিস্তৃত আকাশ ।
বছরে বছরে সাড়ম্বরে অনুষ্ঠিত হতে থাকে
গ্রাম, শহুর, শহরতলীর বুকে বিভিন্ন বইয়ের মেলা,
পরম তৃপ্তিতে সেরে নেওয়া যায় বইয়ের দর্শন-পরিক্রমা
উপযুক্ত বই সংগ্রহে সক্রিয় হয়ে ওঠে জ্ঞান ভান্ডারের খেলা ।
তাই, বই পড়ো, অপরকে পড়াও, জানো ও জানাও অজানা তথ্য
জীবনে চলার পথে যা হয়ে উঠবে উন্নত জীবন-যাত্রার কারিগর,
সরে যাবে মিথ্যের আঁধারে ঘেরা সকল পর্দা
সত্যের উপর প্রতিষ্ঠিত হবে, ভরে যাবে জ্ঞানের গোলা-ঘর ।।
***