মানুষই হোক আর প্রকৃতিই হোক
পশু-পক্ষীই হোক আর জড় পদার্থই হোক
সবার মধ্যেই নিহিত আছে গুণ,
তাই, সন্মান করো গুণীকে
কদর করো তারে সর্বত্র,
পিতা-মাতা, শিক্ষক-শিক্ষয়িত্রী
ছোট বড়, আছে আরও কত ব্যক্তিত্ব,
শেখার আছে তাদের কাছে
জীবনের প্রতিটি পর্যায়ের অর্থ,
শেখার আছে প্রকৃতি থেকে
যা গুণী গড়ে তোলার লক্ষ্যে মূল অবদান
শিক্ষণীয় দিকগুলো মর্যাদায় অধিষ্ঠিত হয়ে
প্রতিষ্ঠিত করে বিবেক-মানবতাবোধ, সন্মান,
অনন্য ঐক্যতায় আনয়িত হয় গুণাবলী
তাই, দূর করো আছে যত অগুণীদের জঞ্জাল
গুণীদের করো সাদরে বহাল
পাপ, অনাচার মুক্ত হবে সারা বিশ্ব
বেরিয়ে আসবে জীর্ণতার পূর্ণ কঙ্কাল ।
***