গোধূলির রং রাঙালো আকাশ
বিস্তৃত দিগন্তে ডানা মেলে আমার ভালোবাসা,
খেলে বেড়ায় মুক্ত দখিনা বাতাস
দিঘির জলের প্রতিচ্ছবিতে ধরা দেয় স্বপ্নিল আশা ।
শান্তির বরিষ ধারায় স্নাত হয়ে
সন্ধ্যার সন্ধিক্ষণে আসে ধূপছায়া,
পরম তৃপ্তিতে মিষ্টি সুধা বয়ে
রচনা করে চলি নতুন পৃথিবীর স্বপ্ন-মায়া ।।