গোধূলি প্রেমে
____________
গোধূলির রক্তাভ ছটায় কোকিলের কুহুতানে
পলাশ প্রেমের উচ্ছ্বাসে নদীর কলতানে
চুপিসারে এসেছিল ভালোবাসা মনের বিতানে ।
ভরিয়েছিল আনন্দের আতিশয্য স্বপ্নের বনে
সরেছিল ব্যথা বেদনা ব্যাকুলতার সনে ।।
        ********