জীবনের পথে চলতে গেলে
আসবে অনেক বাধা অনেক সংশয়
সংগ্রাম সার্থক করতে গেলে
বুকে বল রেখে হতে হবে আগুয়ান।
সত্য পথে চললে পাবে অনেক শান্তি
সে পথ এড়িয়ে কেন যাও বিপরীত পথে
কেন করবে অসৎ পথে অর্থ ব্যয় ও উপায়,
জেনে রেখো, ঘুষ নেওয়া যেমন অপরাধ
ঘুষ দেওয়াও ঠিক সমান অপরাধ।
প্রকৃত শিক্ষার পথে কেন থাকবে এ সংকট
শিক্ষার মানদণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে?
আজ কলুষিত হয়েছে সমাজ এ পথে চলে
সৎ জনও হয়েছে অপরাধী।
সৎ-জনকে বাঁচাতে, অসৎ-জনের তরে
সমাজ জাগো, উঠে দাঁড়াও
ঝলসে উঠুক প্রতিবাদের ঝড়।  
শপথ নিই, অন্যায় করব না কভু
অন্যায়ের তরে করব না কোন আপোষ
তবেই গড়ে উঠবে সুস্থ সমাজ  
সুনাগরিক হয়ে পরিচিত হবে সবার সাথে।।
        ***