ঘুড়ির খেলা
চলছে সারা বেলা,
নানা রঙে
উড়ছে ঢঙে,
আকাশ জুড়ে
নানান সুরে,
মাঞ্জার তানে
সুতো দেওয়া-নেওয়ার গানে,
ভোকাট্টা ভোকাট্টা
লাটাইগুলো মারকাট্টা,
হৈ হৈ করে ছেলে বুড়ো
ঘুড়ির বোঝা নিয়ে চলল খুড়ো,
উঠলো রব হিপ হিপ হুররে
হিপ হিপ হুররে ।।