অন্ধকারে থেকো না বসে
জ্বালাও প্রাণে দীপ্ত আলো.....
সেই শিখাতে ঘুঁচাও সবে
মনের সবটুকু আঁধার কালো ।
অন্ধকারে থেকো না বসে
কাটাও সকল পথের ক্লান্তি----
শান্তির বারিশ ধারায় ধুয়ে যাক
হিংসা-দ্বেষ, হোক কলুষতার মুক্তি ।
অন্ধকারে থেকো না বসে
শপথ করো নতুন পথ চলার মন্ত্র সানন্দে...
হাতে হাত মিলিয়ে ঐক্যের সাথে
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে চলো পরমানন্দে ।।
*****