উন্মেষ ঘটুক শুভচেতনার
বিলোপ হোক অবচেতনার ।
পরিবেশ-দূষণ মুক্ত করে
সবুজে ভরাও সারা বিশ্ব
বুক ভরে নিতে পারবে শ্বাস
প্রকৃতি করবে না কোনদিন নিঃস্ব ।
সবুজ দৃশ্যে চোখ জুড়াবে
প্রাণের ছবি এঁকে যাবে সারা দুপুর
তুমি, আমি সারা জনমানস
থাকবে সুস্থ, স্বাস্থ্য সম্পদে ভরপুর ।
উন্মেষ ঘটুক শুভচেতনার
বিলোপ হোক অবচেতনার ।।