ফুলের সৌরভে ছড়ায় সুরের পরশ
পাখায় পাখায় জড়ায় কত রং বাহারের আশা,
যে সুরের তানে ভরে ওঠে সঙ্গীত-গৌরব
যে রঙের বাহারে সাতরঙা হয়ে ওঠে ভালোবাসা ।
প্রাণের আকাশে দোলে সুখের হিন্দোল
ভেসে চলে বাতাসে স্বপ্নের জাল বোনা,
হঠাৎ একদিন থেমে যায় সব কলতান
তবুও থামেনা চিরন্তন প্রজাপতির আনাগোনা ।
সপ্ত সুরের মায়ায় জড়িয়ে থাকে
মনের প্রতিটি ছন্দের রাগ অনুরাগ,
গানের প্রজাপতি হয়ে দোদুল দোলে
পাখনা মেলে ঐশ্বর্যে মুগ্ধ করে স্বর্গের বাগ ।
******