চারিদিকে বাজে গাজনের বাজনা
ঢোলের আওয়াজ ঢুম ঢুম ঢুম,
নন্দী, ভৃঙ্গী, মা-কালী, শিব
কত রকম সাজের ধুম ।

সারা চোত মাস ধরে চলে গাজন
অনেক নামে পরিচিতি যার,
বোশেখ, জৈষ্ঠ্য, আষাঢ়ের ধর্মগাজন
শিব মনসা ধর্মঠাকুর পুজাকেন্দ্রিক পরিচিতি তার ।

তাপদাহ রোধে, বৃষ্টির নেশায় বাঁধা গাটবন্ধনে
কোথাও দেওয়া হয় সূর্য পৃথিবীর বিয়ে,
কোথাও আবার হুজুগে গাজন
মালদহে গম্ভীরা, জলপাইগুড়িতে গমীরা নাম নিয়ে ।

গাজনের মেলা বসে হেথায় হোথায়
নর-নারীরা মেতে ওঠে এই গ্রাম্যোৎসবে,
চৈত্র-সংক্রান্তিতে চড়ক পুজোর অনন্য মাত্রায়
গাজনের সমাপ্তি ঘটে বিশাল ধর্মীয় মহোৎসবে ।।
                     ******