গাছের মাঝে আছে প্রাণের সঞ্চার
তার সুশীতল ছায়ার পরশ দেয় তাপহীন স্নিগ্ধতা
মন-প্রাণ জুড়িয়ে চোখের সামনে মেলে ধরে প্রকৃতি ।
গাছের সবুজ রংয়ের মধ্যে জড়িয়ে আছে জীবন
মানুষের বেঁচে থাকার মুখ্য উপাদান অক্সিজেন।
প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করে গাছ
রোগ নিরাময়ে গাছ থেকেই পাওয়া যায়
উৎকৃষ্ট মানের ভেষজ ।
তাই, গাছকে কভু করোনা অবহেলা
কর্তন করোনা তার জীবন,
বাঁচতে যদি চাও, চতুর্দিকে গাছ লাগাও
গাছকে ভালোবাসলে
সেও সমান ভালোবাসবে তোমায়।।
***