সবুজ প্রকৃতির মাঝে
রঙ-বেরঙের আলপনার সাজে
প্রজাপতি মাতে নতুন আভায়
ফুল শোভা পায় স্নিগ্ধ প্রভায় ।

ফুল-প্রজাপতির সুরের খেলায়
চলে গুঞ্জন সারাটি বেলায়
দেওয়া-নেওয়ার মধুর টানে
প্রকৃতি ভাসে আনন্দ  গানে ।।
          ***