চারিদিকে চলছে রাহাজানি
খুন-জখম কত কেলেঙ্কারি,
হয় না কোন তার প্রতিকার
আমাদের মাঝে প্রতিনিয়ত: বিদ্যমান বাটপারি।

সমাজের একাংশ জ্বালায় আগুন
সরল মানুষ হয়ে পড়ে কুপোকাত,  
দেশের প্রতি নেই কোনো ভালবাসা
পুরো সমাজটাই যাচ্ছে রসাতলে, হয়ে চিৎপাত।

এ সমাজ আমাদের, এ দেশ আমাদের
শক্ত হাতে করতে হবে মাতৃভূমি বাঁচানোর লড়াই,
এ-সময়ে প্রয়োজন সুভাষের মত মহান ব্যক্তিত্ব
যে সাহসের সাথে করবে দক্ষতার বড়াই।

তাই অনুরোধ, ফিরে এসো তুমি সুভাষ
মনে-প্রানে সকলে করছে তোমারই প্রতীক্ষা,
তুমি ছাড়া সম্ভব নয় মোদের মুক্তি
শুধু তুমিই দুর করতে পারো অরাজকতা, সব তিতিক্ষা।।
              ******