ফাগুনের উচ্ছ্বাসে
বসন্ত এসেছে দ্বারে
নীল আকাশের বুক জুড়ে
সোনাঝরা রোদ্দুর হেসে ওঠে বারে বারে ।
রক্তরাঙা পলাশের উচ্ছ্বাসে
দখিনা বাতাসের তরঙ্গ ভাসে
স্নিগ্ধতার আনন্দ ধারায় আলপনা এঁকে
লাল-শিমূল মুগ্ধতায় হাসে ।
কৃষ্ণচূড়ার বুক ভরা অভিমানে
দোদুল দোলে রাধাচূড়ার প্রাণের কথাকলি
সুরের কানাকানি ভালবাসার রূপরেখায় মুড়ে
মধুর তানে সবুজ মিলনের মায়া জাল বোনে অলি ।