মন মেতেছে ফাগুনের রঙে
হোলির খেলায় চলে রঙিন ঢং,
ফাগুন এসেছে বসন্তের ডানায়
মনের রঙে রাঙা হয়ে সাজে সবাই সং ।

ফাগুনের হাতছানিতে দোল-হোলির ভীষণ মজা  
রং-দোলের অনন্য এক মায়া-বন্ধনের অনুরাগে,
রঙের উৎসবে সবাই মাতোয়ারা হয়ে
হাওয়ার তালে ছন্দ মেলায় সুর-মূর্ছনার রাগে ।

রঙের ঢঙ্গে উদাস হয় বাউল একতারায়
গেয়ে যায় রং-আবিরের ফাগুন-মাখা গান,
গাছের ডালে পিউকাঁহা গেয়ে ওঠে কুহু-কুহু রবে
এসব দেখে বসন্ত বলে, এ যে ফাগুনেরই দান ।।
              *******