ফাগুনের বার্তা নিয়ে এসেছে
নব অঙ্কুরিত আমের মুকুল,
মিষ্টি সৌরভ ভরিয়ে তুলেছে
মৌতাতে ভরা স্বপ্ন-মনের দু’কূল।
কুয়াশা ছিঁড়ে সবুজ পাতায় উঁকি দিয়ে
ফাগুন জাগায় প্রাণের উচ্ছ্বাস,
রোমান্টিকতার চাদর বিছিয়ে নিয়ে
বসন্ত-আবেশ করে মোহময়ী প্রেমচ্ছাস।।
***