ফাগুনের আগমন বার্তায়
বসন্তের পরশ,
এসেছে রঙিন দিনের অনুভূতি
আনন্দের হরষ ।

নানান জাতের নানান রঙের
গোলাপের মাধুর্য,
ভরছে মনের আঙ্গিনা
পলাশের ভালবাসার শৌর্য ।

বাজে কত রাগ রাগিনী
বাতাসের তানে কৃষ্ণচূড়ার গানে,
জীবনে আসে পরম প্রাপ্তি
সোনার ঝলকে ফাগুনের আমন্ত্রণে ।

অজানা-অচেনা ফিসফিসানি
বলে চলে স্বপ্নালু রক্তিম আশা,
নীল আকাশে ছড়িয়ে উচ্ছ্বাস
লাল গোলাপ জানায় রোমান্টিক ভালোবাসা ।
           ******