এসেছে ফাগুন, নব বসন্ত
বয় দখিনা বাতাস,
শিমুল-পলাশ হাতছানি দেয়
সাত রঙের আনন্দে ভাসে আকাশ।
বয়ে যায় বেলা …..
সকালবেলা হয় না যে সকাল,
ভালোবাসার মুগ্ধতায় প্রকৃতি উদার
মনের অন্তরালে উঁকি দেয় বিকাল।
রঙিন স্বপ্নে ভরপুর চারিদিক
নবযৌবনের উচ্ছ্বাসে মাতোয়ারা ভুবন,
আম্রপল্লবে নব মঞ্জরী
সুরভিতে ভাসে মন।
বয়ে যায় বেলা ….
সকাল বিকাল সন্ধ্যা গড়িয়ে রাত,
মনে থাকেনা নতুন স্বাদের কোন ঠিকানা
সবাই ফাগুনের উচ্ছ্বাসে মাত।।
***