হেমন্ত এসে গেছে দুয়ারে
বাতাসে ভেসে আসে শীতল মুক্ত-কণা,
ঘাসের ডগায় ডগায় শিশির-ভেজা বিন্দু
আগত পাতা ঝরানো করে তোলে মন আনমনা।
শুরু হয় মিঠে রোদের আনাগোনা
কৃষকের ঘরে ওঠে নবান্নের ধান,
মিঠে চালের গন্ধে মন ভরপুর
আনন্দে ভেসে যায় প্রাণ।
আকাশ প্রদীপ জানান দেয় অশুভ বিনাশের বার্তা
সাথে মেঘ-ভাঙ্গা চাঁদের অপলক দৃষ্টি,
হিম-মাখা শিরশিরানি পরশ
স্মৃতির পাহাড় ভেঙে গড়ে অন্য এক সৃষ্টি।
রাতের আঁধার ভেদ করে
ভেসে আসে নাম-না-জানা ফুলের সুঘ্রান,
অজানা অন্বেষণে হৃদয়ের ব্যাকুলতায়
ঋতুর ওড়না উড়িয়ে বয়ে নিয়ে চলে আঘ্রাণ ।।
*****