একুশ, তোমার জন্য
সাদরে সাজাই বরণডালা
উঠুক নতুন সূর্য, কাটুক আঁধার কালো
ফুলের শোভায় আলোর রোশনাই
সারা বিশ্বে হোক সবটুকু ভালো ।
একুশ, তোমার জন্য
নীল আকাশে দেখা দিক সোনালী রোদের ঝলক
তটিনীর উচ্ছলতায় মনে আসুক স্নিগ্ধ আলো
পাখির কলকাকলিতে ভরা বনতল
সবুজ শ্যামলী বনরাজিতে নব আলিঙ্গনের সুধা জ্বালো ।
একুশ, তোমার জন্য
দুর হোক মোদের যত পাপ যত দ্বন্দ্ব
মানবতার বন্ধনে ভরে উঠুক প্রাণ, মনে জমকালো
দুঃখ-গ্লানি, মতানৈক্যের পাহাড়
বছর ধরে আনন্দের সাথী হয়ে স্বর্গের বারি ঢালো ।