পুব আকাশে রক্তিম আলোর ছ’টা
নতুন একটি দিনের সূচনা,
প্রকৃতি সেজছে সবুজ রং-বাহারে
পাখিদের কলকাকলিতে মুখর সারা পরিবেশ
ফুলেরা তাদের কুঁড়ি মেলেছে নানা রঙের ভেলায় ।
চোখের ঘুমের কাজল ধুয়ে শুরু হয়েছে পথ চলা
নতুন স্বপ্নের বিভোরে চলেছে যে যার নিত্য কাজে,
কৃষক চলেছে লাঙল কাঁধে মাঠে
পথের পাশে চায়ের দোকানে ধোঁয়া উঠছে উনুনে,
জুটে গেছে সেথায় একে একে ক’জনে
গুঞ্জনে মাতে তারা বিগত দিনের স্মৃতিচারণে ।
আলো-আঁধারির জালে জড়ানো
আবার আরেকটি দিনের সূচনা,
হবে কিছু ভালো, হবে কিছু মন্দ
তাই মেনে নিয়েই শুরু হবে পথ চলা
এইতো সকলের জীবনের খেলা ।
তবু আসবে দিনের পর রাত
রাতের পর আবার একটি দিন,
শুভ সূচনা নিয়ে শুরু হবে সেদিন
বিগত দিনের বার্তাও সেদিন হবে বিলীন ।।
*