একটা বড় কালবৈশাখী চাই
ধরাতলে আসবে নেমে শান্তি,
কুরে কুরে নিঃশেষ হওয়া সমাজের জ্বালা
বারিষ ধারায় হবে দূর সকল ক্লান্তি।
একটা বড় কালবৈশাখী চাই
থামবে ঝড়, পূব আকাশ জুড়ে মেঘের কোলে,
জাগবে নুতুন আলোর শিখা
সবুজ কিশলয় নব রূপের উচ্ছলতায় উঠবে দুলে।
একটা বড় কালবৈশাখী চাই
ঘুঁচবে সকল কলুষতা, গ্লানি, হিংসা, দ্বেষ,
ঐকের বন্ধনে জাগবে হৃদয়
সম্প্রীতির ছন্দে হাতে হাত রেখে ফুটবে হাসির রেশ।।