হাতে হাত রেখে চলবো এক সাথে
দুর করে হিংসা-দ্বেষ, সকল ভেদাভেদ
দেখা দেবে আলোর স্ফুরণ, ভরবে আনন্দে মন
উঠবে দিকে দিকে উচ্ছ্বাসের ঢেউ, ঘুচবে মনের খেদ ।
মানব-বন্ধনে হবে মানবতার জয়
উন্মেষ ঘটবে বোধোদয়ের, আসবে শুভ চেতন
একতাই আনবে জীবনের পরম শক্তি, পরম প্রাপ্তি
উড়বে দিকে দিকে জয়ধ্বজা, মনুষ্যত্বের বিজয় কেতন ।
আকাশ বাতাস মুখরিত হোক
একসূত্রে গাঁথা জীবনের জয়গান
পরিচয় হোক একই পথের পথিক মোরা
একতার বলে অবিরত মনুষ্য-কাজে একত্রে বলিদান ।।