এক পশলা বৃষ্টি শেষে,
ধোঁয়াশা আকাশে মেঘেরা যায় চলে......
অচেনা কোন পথে,
হারিয়ে দুজনে বনরাজি দলে।
জুই বেলি মল্লিকা মাধবীলতা,
সৌরভে বিভোর প্রেম অভিলাষে .....
জল-ছল-ছল মনের কথারা,
মুগ্ধ সমীরে উচ্ছ্বাসের বিলাসে।
হাতে হাত রাখে,
প্রকৃতির কোলে মুক্তির স্বাদ ....
ভালোবাসায় আবেশ জড়ায়,
জোনাকি-আলোর মুগ্ধতা থাকেনা বাদ ।।