এক পশলা বৃষ্টি
ভিজিয়ে দিল মন,
হলো সব অনাসৃষ্টি
নাকাল মানুষ  জন।

পথে ঘাটে জল
সবুজ বনরাজি হাসে,
কচু পাতায় টলটল
কাগজের নৌকা ভাসে ।

বৃষ্টি হল শেষ
রামধনু ওঠে বেঁকে,
মৃদু রোদের রেশ
চলে আলপনা এঁকে ।
      *****