এক পশলা বৃষ্টি শেষে
স্নিগ্ধ এক ঝলক বাতাসের আস্বাদ ......
কচি কিশলয়ের মাঝে
মেঘ ডিঙিয়ে উঁকি দেয় আধ-ভাঙ্গা চাঁদ।
কালো মেঘের চাদর সরে সরে যায় –
দূর হতে দূরান্তে ওই নিখিলের ছায়ায়
মিষ্টি আবছা আলো ঢাকা পড়ে যায় –
মনের অস্তরাগে, ছুঁয়ে যায় ভরা শ্রাবনের মায়ায় ।
ভালোবাসার অভিব্যক্তি গুলি
অব্যক্ত থেকে যায় গভীর হতে গভীরে,
পাতায় জমে থাকা এক ফোঁটা জল
চোখের কোণে অস্ফুটতা হয়ে দেখা দেয় কথার ভিড়ে ।