এই শুভ নববর্ষে -
ক্লান্ত রাতের শেষে
প্রভাতী সূর্য ওঠে হেসে,
নতুন ভোরের নতুন আঙিনা
সাজিয়ে তোলে আশা-রঙের সামিয়ানা ।
এই শুভ নববর্ষে -
নদীর স্রোতের কলতানে
জলতরঙ্গের সুর বাজে নতুন প্রাণে,
জাগে আকাশ, হাসে বাতাস, সরব প্রকৃতি-দান
কলুষতার আঁধার সরিয়ে ভাঙে সব অভিমান ।
এই শুভ নববর্ষে -
কাটুক মেঘের কালো কুয়াশা
ধুয়ে যাক পৃথিবীর যত হতাশা,
বনরাজি বুক বাঁধুক নব আশায়
ফুলগুলো দোদুল দুলুক ভালোবাসায় ।।