চারিদিকে চলছে শুধু মিথ্যাচার
মিথ্যাচারে দুনিয়া ছারখার,
কলুষিত হয়ে যাচ্ছে পৃথিবীর চারিধার
কলহ-বিবাদ-হানাহানিতে সকলে জেরবার ।
মানুষ ছুটছে শান্তির আশায়
শান্তির আশা পরিণত হচ্ছে অশান্তি আর হতাশায়,
কর্তনে ও ভৌগলিক কারণে প্রকৃতির বিরূপতায়
জীবন সংগ্রামের উজ্জ্বলতা ঢেকে যাচ্ছে দুরাশায় ।
মিথ্যাচার আর অনাচার যদি সর্বদাই থাকে জনগণে
কেমনে মুছিব কলুষিত ভাষা, বিকশিত মনে,
তাই, হাতে হাত রেখে রুখে দাঁড়াও অশান্তির রণাঙ্গনে
প্রতিবাদের ভাষায় জয় হবে নিশ্চিত সর্ব-জনে ।
মিথ্যাচার হবে দূর সকল মনের অন্তর-মাঝারে
সত্য প্রকাশে আপোসহীন হবে মানবতার ব্যবহারে,
সত্যের পথে ঝরবে শান্তির বারিধারা অনন্য বাহারে
গন্তব্যের পথ সুগম হয়ে উঠবে অদ্ভুত সুন্দরতার সমাহারে ।
ধরাতল ভরে যাবে গ্লানি-হীন এক নতুন সূর্যের আভায়
আকাশ-বাতাস, সমাজ-দেশ উচ্ছ্বাসে ভরে যাবে নব-প্রভায়,
আশায় উন্মুখ হয়ে থাকি ভবিষ্যতের সেই দিনের অপেক্ষায়
যেদিন মিথ্যাচারে কলুষিত সব মুছে যাবে নির্দ্বিধায় ।।
***