তোমার তরে বসে কেটে যায় দিন রাত….
তবু পাইনা তোমার দেখা,
এ প্রেম রাখি কোথায় ?
আকাশ, বাতাস, ফুলের সৌরভে ছড়ায় মনের কামনা,
একা-একা তার তরে সাজাই বাসর-সজ্জা
কিন্তু কোথা সে?
অতঃপর, নিজের ভাবনাগুলো সাজাই অক্ষর মালায়…..
খুঁজে পাই এক অপূর্ব সুধা,
শুভ সন্ধ্যার মেঘমালা হয়ে সে ধরা দেয়
কবিতার অঙ্গে-অঙ্গে,
এই কি আমার প্রেম?
হ্যাঁ, মনের দুঃখ, ভাবনা, সুখের অনুভূতিগুলো…  
কথায়-কথায়, ছন্দে-ছন্দে, মুগ্ধ আলিঙ্গনে আনে প্রেম,
কবিতার মাঝে সার্থক আমার প্রেম
কবিতা-প্রেমের সাথী হয়ে তুমি থেকো চিরক্ষণ।।                      ***