খেয়ে মজা
ডিম ভাজা ।
সাথে টোস্ট
গোলমরিচ, কাঁচালঙ্কা হোষ্ট ।
পেঁয়াজ কুঁচি হলুদ গুঁড়া
একটু সস, শসার ফালি চূড়া ।
জিভে জল
টল মল ।
ব্রেকফাস্টে সকালে
কফির সাথে বিকালে ।
সব মিলে জমিয়ে আড্ডা
দিয়ে মাথায় গাট্টা ।
হেসে খেলে খাই
সারা ঋতুতে এদের পাই ।
থেকো সবার ঘরে ঘরে
ডিমটোস্ট মন ভরে ভরে ।
দাদু খাবে নাতি খাবে
বাবা খাবে মা খাবে ।
হৈ হৈ করে সবে নিই স্বাদ
দিনে দিনে আরও হবে সুস্বাদ ।