দীঘার সৈকতে
স্বপ্নিল শুভ্র ঢেউ গায়ে মেখে
ধীরে ধীরে ওঠে সোনালী সূর্য
রক্তিম আভার জড়িবুটি গায়ে মেখে
ক্রমশঃ উজ্জীবিত করে দিগন্তের শৌর্য ।
দীঘার সৈকতে
অনাবিল আনন্দ স্থান করে নেয় মনে
অফুরন্ত ভালোবাসায় কাটে ভোরবেলা
ঝাউয়ের শোভায় রোমান্টিকতা জাগায়
জলোচ্ছ্বাসে ভরে যায় সৈকতের বালুকাবেলা ।
দীঘার সৈকতে
টেনে নিয়ে যায় সৈকতের যতকিছু এক হুঙ্কারে
আবার বেলাভূমিতে ফিরিয়ে দেয় সব
ভেসে আসা ঝিনুকের রাশি
মুগ্ধতায় ভরিয়ে দেয়, প্রাণে কলরব ।
দীঘার সৈকতে
উচ্ছলতায় কেটে যায় দ্বিপ্রহর বেলা
যতবার সৈকতে গড়ে ওঠে বালির স্বর্গ
সাগরের উত্তালে বার বার ভেঙ্গে যায়
সমুদ্র-দিগন্ত স্পর্শ করে কনে-দেখা আলোর বর্গ ।
দীঘার সৈকতে
ডুবে যায় সূর্য, সাগরের অপর কিনারে
সাঁঝের আঁধার ঘনিয়ে আসে লজ্জা রাঙা বেলায়
কত মানুষের আনাগোনা হয় সাগরের হাওয়ায়
তারপর বিদায় সৈকত, মত্ত হয় রাতের চাঁদ-তারার খেলায় ।।