ধূসর আকাশের ক্যানভাসে
নানান রঙের মেঘের তুলির বাহারে,
এঁকে চলে কত শত ছবি......
সাগর পাহাড় নদীর কিনারে ।
স্নিগ্ধ ভালোবাসার মুগ্ধ পরশে
রঙিন ছটায় আপ্লুত অনাবিল আনন্দ,
মেঘ বালিকারা মাতে সুরের তরঙ্গে......
এক-পশলার বৃষ্টিরা এসে মুছে দেয় নব ছন্দ ।
নতুন আশা নতুন উদ্দীপনা
নতুন ছবির পাতায় পাতায়,
ভেসে ওঠে সাত-রঙা রামধনু.....
মনের অন্তঃপুরের খাতায় খাতায় ।।