ঘন কুয়াশার চাদরে ঢাকা আঁধারের পর্দা
কালো ধোঁয়ায় ভরে যায় চারিপাশ....,
জীবনের গভীর আত্মপ্রকাশের চেষ্টা
অস্তমিত রবি, কেহ নেই আশপাশ ।
তবু বেঁচে থাকার অদম্য প্রচেষ্টায়
চলতে চলতে হয় না পথের শেষ....,
উড়ে আসা এক নক্ষত্রের ছটায়
ফিরে আসে ধোঁয়াশা-কাটানো নব-আশার রেশ ।।