গোধূলির শেষ বেলায়
রক্ত রাগের ছ’টা খেলে চলে চার চোখের মিলনে,
অপরূপ মনের খেলায়
প্রকৃতি-প্রেম সঙ্গী হয়ে যায় মধুর সম্মিলনে।
ধরা পড়ে যাওয়া সরল মুগ্ধতা
ছল-ছলিয়ে ওঠে নদীর জলে, হয়ে প্রতিচ্ছবি,
দুটি হাতের পরশের স্নিগ্ধতা
জানান দেয় ধরা পড়া প্রেমের প্রথম জলছবি।।
*****