এক মায়ের গর্ভে জনম
আরেক মায়ের চক্ষে ভুবন
এক-পা দু-পা হাঁটা তাঁরই কোলে
সে দেশমাতা, জুড়ায় প্রাণ জুড়ায় মন ।
সদা হয় সঞ্চারিত মনের শক্তি
আকাশে বাতাসে উচ্চারিত তব স্তুতি
শত-সহস্র কোটি সন্তান তব
ছড়ায় বিশ্বে তব সন্মান-দ্যুতি ।
দেব রক্ত মাতা তোমার তরে
উড়াব জয়ধ্বজা সর্বজন-মানবে
শান্তির বরিষ ধারায় স্নাত হয়ে
বর্ষিবে পুষ্প-ধারা, ধ্বংস করে সর্ব-দানবে ।।
******