আসছে ধেয়ে রণ-সাজে  
নাম তার দানা,
দুন্দুভি বাজিয়ে তৈরি হয়ে
প্রবল হুঙ্কারে দিচ্ছে হানা ।

মোরা পাইনা ভয়
একে অপরের ধরে হাত,
সাজ-সাজ রবে
করবো তারে কুপোকাত  ।

ভালো মুখে বলি তারে
ঠিক কর ভাই তোর মতি-গতি,
কেন এত দাপট দেখাস ?
মানুষ তো করেনি তোর কোনো ক্ষতি ।

ভাঙিস না নিরীহ মানুষের বাড়ি-ঘর  
নিস না মানুষ আর জীবের প্রাণ,
ভালো মুখে আবার বলি তোরে
জীবের কল্যাণে হয়ে যা ম্রিয়মাণ ।।

     ********