দাদুর মাথায় তেল চুকচুকে আধমনি এক টাক
আনন্দেতে নাতি বাজায় সেথা দুম-দুমা-দুম ঢাক,  
মুচকি হেসে পুসি দেখে বাঁকা চোখে
বেজায় তালে নাচছে সেও কালি মেখে,
বাজনা শুনে গাছের ডালে কাক দিচ্ছে  কাঁ-কাঁ ডাক ।

         *****