প্রবল দাবদাহের মাঝে
আকাশ চিরে বাদল ঝরে,
শান্তি ও আনন্দের বারিধারায়
মুগ্ধতায় তা পড়ে হাতের পরে ।

ভালোবাসা উঠলো ফুটে
পেয়ে নতুন সুরের পরশ,  
ফুলের শোভার স্নিগ্ধতায়
জাগলো মনে আশার হরষ ।।
        *****