সেদিন চুপিচুপি অন্ধকারে
জড়িয়ে ছিল বাতাসের হাসি-কান্না ব্যথা,
বুনো ফুলের গন্ধে মেতে ছিল মন
গাছেরা বলতে চেয়েছিল অব্যক্ত অনেক কথা ।
অমাবস্যা ঘেরা ঘন আঁধারে শুকনো পাতারা
মর্মর ধ্বনিতে সুর তুলেছিল নতুন রাগে,
জোনাকির মিটি মিটি আলোয় সেদিন তোকে
পেয়েছিলেম অন্ধকার-ছন্দের অনুরাগে ।
শুধু আমাদের দুজনের ভালোবাসার পরশে
গেঁথেছিলেম কত কথার মালা বিলম্বিত লয়ে,
ভেসেছিলেম প্রাণের স্রোতে মনের হরষে
সেদিন চুপিচুপি অন্ধকারের আলয়ে ।।