চন্দ্রযান, তুমি এবার নিশ্চয়ই হবে সফল
তোমার প্রতি আছে সবার অগাধ বিশ্বাস,
এ বিশ্বাসের মর্যাদা রাখবে তুমি
সারা দেশবাসী বসে আছে অত্যাধিক আগ্রহে
অধীর প্রতীক্ষায় ।

চাঁদের ঘরের খবর নিতে
তোমাকে নিয়ে কত কল্পনা, কত স্বপ্ন
কত অনুরাগ, কত বীতরাগ,
কত বিস্ময় ছড়িয়ে চলেছ অবিরত
প্রাণ না থাকলেও, আছে প্রাণের অস্তিত্ব ।

আছে পাহাড়, আছে নদীর চর
আছে জীবনের বায়ুমণ্ডল
আছে আরো কত কি,
নিয়ে এসো সেথা হতে
প্রাণের অস্তিত্ব-স্পন্দন  ।

চন্দ্রযান, শুধু তোমারই জন্য
পৃথিবী আবার নতুন উদ্যমে
উঠবে জেগে, ভরে উঠবে উচ্ছলতায় ।
উপগ্রহের নতুন চিত্রে বিকশিত হয়ে
তুমিই যুক্ত হবে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মানে ।।

           *******