চলো যাই হাত ধরে পাশাপাশি
না বলা কথা এখনও অনেক বাকি ।
দেখো, চারিদিকে পলাশ-রঙে বিছানো বনতল
আর ভালোবাসার রঙে রাঙানো ভুবন,
গোধূলির শেষ রক্ত-রাগের ছোঁয়ায়
দেখো, আকাশে চলছে কত রঙ-বাহারি খেলা ।
হাতে হাত ধরে একটু এগিয়ে চলো
ধরো আমার হাতটা আরও শক্ত করে,
দেখো, দিঘির জলে গোধূলির অস্তরাগে
দু’জনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে কত রঙিন,
নানা রঙের সন্ধ্যামালতী সেখানে মেলেছে ডানা
ভালোবাসার জন্য উজাড় করে জানাচ্ছে আমন্ত্রণ ।
সন্ধ্যা-ছায়ায় আচ্ছন্ন আমরা দুজন,
আকাশের সামিয়ানায় ভরা মিটি মিটি তারারা
দেখায় নতুন দিগন্তের পথনির্দেশিকা,
মেঘের আস্তরণ ভেদ করে, বৃন্ত-পাপড়ির মতো হয়ে উঠছে
এক ঢাল মায়াবী পূর্ণিমার চাঁদ,
আর জোছনার প্লাবনে স্নাত আমরা দুজন ।
হাতে হাত রেখে পাশাপাশি বলি শপথের কথা ,
এদের সাক্ষী রেখে বয়ে যাবে এক ঝলক বাতাস
যে দেবে আমাদের আগামী প্রাপ্তির আভাস ।
ভালোবাসার মোড়ককে সাথে নিয়ে দু’জনে হাত ধরে
চলো এগিয়ে যাই এক নতুন প্রত্যাশায়
পবিত্র আবরণে বাঁধবো আমাদের দুটি হাত ।।
***