চল তোকে নিয়ে যাই দূরে
নীল আকাশের বুকে হারিয়ে যাবার সুরে
ভালোবাসার ডানায় ভর করে
ওড়নায় জড়িয়ে একমুঠো রোদ্দুরে ।
চল যাই ভেসে অজানা পথে
ভরিয়ে হাসি, খুঁজতে নতুন দিশা
সকল ব্যথা ভুলে কল্পনার রথে
শুধু একরাশ সোনালী স্বপ্নের তৃষা ।
চল যাই মোরা এক সরল পৃথিবীর দেখা পেতে
মুগ্ধতায় ভরা চোখে দু’জনে
হিমেল বাতাসে মধুর স্পর্শে মেতে
পথের দু’ধারে এঁকে যাই অনুভবের আলপনা সুজনে ।