বাংলা বর্ষের চৈত্র মাসের শেষ দিন
আসে ফিরে ফিরে বার বার
শাস্ত্রের বিধিতে দান-ধ্যান, স্নান, ব্রত, উপবাস
চৈত্র সংক্রান্তি নামে পরিচিতি তার ।
নারী পুরুষ সবাই মিলে আনন্দে মাতে
চড়ক পূজার ডমরু ঢোলের বাদ্যে
সাথে চলে নৃত্যের ধূম, শিবের গাজন
লৌকিক দেবতার নামে গাজন চলে পৌরাণিক ধর্মের পাদ্যে ।
লোককথায় কৃষক সম্প্রদায়ের সনাতন বিশ্বাসে
চৈত্র হতে বর্ষার প্রারম্ভে, উত্তপ্ত তাপে
বৃষ্টি লাভের আশায় আয়োজন হয় এই উৎসব
দেবতা সন্তুষ্টে ভক্তরা মন্দিরে আপন ভক্তি মাপে ।
উৎসবের সাথে বসে মনোহারি মেলা
বাহারি তৈজসপত্র, খেলনা ও মিষ্টান্নের আদান-প্রদান
নতুন বর্ষকে স্বাগত জানিয়ে পুরাতন বিদায়
চৈত্র সংক্রান্তি হয়ে ওঠে লোক-উৎসবের শেষ মধুর দান ।।