বসন্তের চৈতি হাওয়ায়
ফোঁটে কত রোমান্টিক চৈতি ফুল,
রক্ত-শিমূল লাল-পলাশের সারিতে
কৃষ্ণচূড়া রাধাচূড়া যোগ দিতে করেনা ভুল ।
লাল আভার স্বপ্ন নিয়ে
মন ছুটে যায় বিস্তৃত আকাশে,
চৈতি-ফুলগুলি সব প্রেম নিবেদন করে
মধুমাসের বুক ভরা শীতল বাতাসে ।
ভালবাসার রঙিন আবেশে
রাঙিয়ে দিয়ে যায় চৈতি ফুলের পরশ,
পিউকাঁহা পাখি গান গেয়ে চলে
বসন্তের গোধূলি দেখায় চৈতি ফুলের হরষ ।।