আমি চিরদিনই তোমার,
সবার অলক্ষ্যে, মনের অন্তমিলে
বেঁধেছিলেম্ গাটছড়া।
কয়েকটি রঙিন বসন্তের দোলখেলা পার করে
একুশের সীমানায় প্রথম দেখেছিলেম তোমায়,
শুরু হয়েছিল একসাথে পথ চলা জীবনের আঙিনায়।
আকাশের সামিয়ানার নীচে
কেটে গেছে বেশ কিছু ভালোবাসার প্রহর,
চলার পথে মানসিক দ্বন্দের ছোঁয়ায়
বয়ে গেছে কত মান-অভিমান, রাগ-অনুরাগের ঝড়,
জীবনের পরম সত্যের মুখোমুখি হয়ে
জাগতিক নিয়মে একদিন ভাসিয়ে দিতে হবে বানে,
আমাদের দু’জনের বাঁধা গাঁটছড়া
সব বন্ধন ছিন্ন করে পঞ্চভূতের টানে।
তবু, রব চিরদিন তোমার বক্ষপিঞ্জরে পরম যতনে
বেঁচে রব মায়ায় আপ্লুত হয়ে শয়নে স্বপনে,
উপলব্ধির সোপানে চুপি-চুপি থাকা অমর ভালোবাসা
শান্তির বারিস ধারায় স্নাত মুগ্ধতায় ভরা ভালোবাসা
থাকবে চিরকাল আমার-তোমার মাঝে,
জন্ম-জন্মান্তরের স্মৃতি হয়ে সবার অলক্ষ্যে পৃথিবীর বুকে।।
***