রবির উজ্জ্বল কিরণে …
সেদিন ঝলমল করেছিল জোড়াসাঁকো প্রাঙ্গণ
বেজেছিল শঙ্খধ্বনি, মুখরিত হয়েছিল উলুধ্বনি।
সেদিন ছিল পঁচিশে বৈশাখ
ভূমিষ্ঠ হয়েছিল এক নবজাতক,
একটু একটু করে প্রখর বুদ্ধির তপন তাপে
শৈশব পেরিয়ে হয়েছিল তরুণ,যুবক,প্রৌঢ়।
প্রতিবছরই আসে এই কিরণময় পঁচিশে বৈশাখ
পরম শ্রদ্ধা-ভক্তিতে পালিত হয় রবির শুভ জন্মদিন,
জন্মদিনের বন্ধন কাটিয়ে আবার সে চলে যায় অমৃত-ধাম।
তবু, বার-বার আসে ফিরে বছরের এই দিন
পরম মুহূর্তে বিশ্বকবি রবির শুভ জন্মদিন,
বিশ্ব সাহিত্যের আসরে শ্রেষ্ঠ আসনে আসীন
এক বিশেষ ব্যক্তিত্বের স্মরণে ব্যস্ততায় থাকা সারাদিন।
রবির গানে, কবিতায়, নাট্যে উচ্চারিত হয়
আবালো-বৃদ্ধ-বণিতার মুখে সেদিন…
“আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর শুভ জন্মদিন”।
কন্ঠে কণ্ঠ মিলিয়ে হাতে হাত ধরে
স্মৃতির স্মরণিকায় বেজে ওঠে রবির সেই গান -
“হে নুতন, দেখা দিক আর বার…”,
চির-নতুনের সেই গান, পঁচিশে বৈশাখ।।
****