দিনে দিনে একি হল হাল?
পরীক্ষা শেষ, তবু বন্ধ নিজের ঘরে,
এখন ছুটি, কিন্তু তার নেই ছুটি
উদাসী মন ছুটে চলে জানালার ওপারে ।
আনন্দ তার নিজের সাথে,
কার্টুন, ছবি আঁকা সবই বদ্ধ নিজের সীমানায়,
সাথে আছে আরো অনেক সামগ্রী
তবু মন যায় ছুটে দূর অজানায় ।
ছেড়ে দাও তারে সবার মাঝে
ফুরসৎ তার মিলবে আর কবে ?
দূর দিগন্তে ভেসে যাবে ছোট্ট সে মন
শিখবে সবার সাথে যুক্ত হয়ে সবে ।।