যদি ছেলেবেলার সেই দুরন্ত দিনগুলির কথা বলি
মনে পড়ে যায় উচ্ছলতায় ভরা কেটে যাওয়া সারাটা বেলা,
নিঃস্বার্থ বন্ধনে একে-অপরের সাথে হতো  গলাগলি
ধুলোবালি মেখে  ছুটোছুটি করে হতো কত খেলা ।

দুরন্ত ছেলেবেলায় থাকতো না মোদের কোন বিভেদ
হঠাৎ বৃষ্টিতে হাতে হাত ধরে ভিজে হতাম সারা,
থাকতো  না কোন হতাশা, মনের খেদ
কখনো হতো মারপিট, কখনো উদ্দামতায় হারা ।

দুরন্ত ছেলেবেলায় ইচ্ছে হতো পুকুরে দিতে ডুব
ইচ্ছে হতো তুলে নিয়ে আসতে একরাশ শাপলা ফুল,  
আকাশে উড়ন্ত হাসি মুগ্ধতায় ভাসতো খুব
শুধু অনাবিল আনন্দে ভরে থাকতো ছেলেবেলার দুরন্ত দু’কুল ।।
              *****