নীল আকাশের কোলে কোলে
ভাসে মেঘেরা ভেলার দোলে,
ইচ্ছা হয় হারাতে ঐ সুদূরে
মায়ার পরশে ভাসি সুরে-সুরে ।
মধুর খেলায় মাততে চায় মন
মেঘের আড়ালে হাতছানি দেয় কত আপনজন,
শুভ্রতার আঙিনায় থাকে কত চাওয়া-পাওয়ার দোল
দিবা-নিশিতে অন্তরে লুকিয়ে থাকে বিষাদ-মাখা বোল ।।
*****